Site icon Jamuna Television

এখনও নোয়াখালী-খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ও সড়ক পানির নিচে

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে আছে। জলাবদ্ধ রয়েছে নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকা। গত তিনদিন ধরেই এসব এলাকাগুলোর সড়ক পানির নিচে তলিয়ে আছে বলা জানা গেছে।

সড়কের পাশাপাশি কোথাও কোথাও বাসাবাড়ি-দোকানপাটেও পানি ঢুকেছে। বৈরি আবহাওয়ার কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, টানা বৃষ্টিতে বেড়েছে খাগড়াছড়ির মাইনী নদীর পানি। দীঘিনালার বিভিন্ন সড়ক জলমগ্ন অবস্থায় রয়েছে। পানির নিচে থাকায় মেরুং-লংগদু সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।

/এমএইচ

Exit mobile version