Site icon Jamuna Television

সব বোর্ডে পিছিয়ে থাকলেও সিলেটে এগিয়ে ছেলেরা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবছর পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ। যা গতবারের তুলনায় ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ কম।

এবছর অন্য সবকটি বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সিলেট বোর্ডে ছেলেরা পাশের হারে এগিয়ে রয়েছে। বোর্ডটি থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৬৮.৬২ জন ছাত্র পাশ করেছে। আর ৬৮. ৫৪ জন ছাত্রী পাশ করেছে। সিলেট বোর্ডে এবার মোট পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, জিপি-৫ এ কুমিল্লা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষাবোর্ডের ছেলেরা এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে গড়ে ৬.৩১ শতাংশ ছাত্র ও ৫.৬২ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া, চট্টগ্রাম বোর্ডে ৮.৯০ শতাংশ ছাত্র ও ৮.০৭ শতাংশ ছাত্রী এবং মাদরাসা শিক্ষাবোর্ডে ৩.৩২ শতাংশ ছাত্র ও ৩ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছে। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। তাতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানায়, ফুলিয়ে ফাপিয়ে নয়, প্রাপ্য ফলাফল পেয়েছে শিক্ষার্থীরা। তাই পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৫৬.৩৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোরে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ পরিক্ষার্থী পাশ করেছে।

তাছাড়াম মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে, ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও পরীক্ষার্থী পাশ করেনি। ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

উল্লেখ্য, গত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর জিপিএ- ৫ এর সংখ্যা কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩ হাজার ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

/আরএইচ

Exit mobile version