Site icon Jamuna Television

৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না এলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয়, তবে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র দশম দিনের কর্মসূচি চলছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। মাগুরায় কর্মসূচির একপর্যায়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

দেশের মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেকোনেও দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে।

এ সময় দুর্নীতি-চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে, ঝিনাইদহ সফর শেষে দুপুরে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর।

/এমএন

Exit mobile version