Site icon Jamuna Television

এসএসসির ফলাফলে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্। রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। এসময় অভিভাবকদের হাসিমাখা মুখ রীতিমতো উৎসব মুখরিত করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) থেকে ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়া সকল শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ফলে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারা দেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা। 

এদিকে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যে কোন প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম। শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।

/এমএইচআর

Exit mobile version