এসএসসি পরীক্ষা: পটুয়াখালীর ৪‌ বিদ্যালয়ে পাশ করে‌নি কেউই

|

ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর চার‌টি বিদ্যালয়ে এসএস‌সি পরীক্ষায় পাশের হার শতকরা শূন্য, অর্থাৎ চার‌টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও এবার পাস করতে পারে‌নি। বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।

ঘো‌ষিত ফলাফল শিটে দেখা যায়, জেলার চার‌টি বিদ্যালয়ে এসএস‌সি পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

অকৃতকার্য হওয়া সেই শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো হ‌লো, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল, দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল এবং দুমকি জলিশা গার্লস স্কুল। এই চার‌টি বিদ্যালয় থেকে মোট ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল।

এ বিষয়ে জানতে চাই‌লে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, শিক্ষা বোর্ড এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নী‌তিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার কথা। নি‌র্দেশ আস‌লেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সা‌লের রেজা‌ল্টে পটুয়াখালী জেলায় গড় পাশের হার ৫৫ দশ‌মিক ৭২ শতাংশ।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply