Site icon Jamuna Television

সাকিবদের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে গ্লোবাল সুপার লিগের

সাকিব আল হাসানদের দুবাই ক্যাপিটালসের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকস। একই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগে এবারও কোনো প্লে-অফ নেই। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। পাঁচ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। ফাইনালে একাদশে জায়গা না পেলেও তার দলই চ্যাম্পিয়ন হয়েছিল।

আসরের সূচি অনুযায়ী, আগামী ১১ জুলাই সাকিবদের প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স এবং ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ১৬ জুলাই সাকিবরা খেলবেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকারদের দল রংপুর রাইডার্সের বিপক্ষে।

/এমএইচআর

Exit mobile version