
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই ভেন্যুতে এর আগে ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের সেই সিরিজের ম্যাচটিতে ১৭ রানে স্বাগতিকদের কাছে হেরেছিল মুশফিকুর রহিমের দল।
৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সবশেষ ২০১৮ সালে নিদাহাস ট্রফির পর লঙ্কা মুলুকে আর এই ফরম্যাট খেলেনি বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে দু’দলের ১৭ বারের দেখায় ১১ বারই জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা। বাকি ৬ ম্যাচে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, লঙ্কানদের বিপক্ষে সবশেষ মুখোমুখি ৫ টি-টোয়েন্টি ম্যাচে ২ জয়ের বিপক্ষে ৩টিতেই হার বাংলাদেশের। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।
/এমএইচআর



Leave a reply