Site icon Jamuna Television

কোনও নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না: ইসি সানাউল্লাহ

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। কমিশনের সভায় ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন কমিশনের ৯ম কমিশন সভা শেষে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীরা ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন। পাশাপাশি অনলাইন প্লাটফর্মে ব্যালটের জন্য আবেদন করা যাবে। এরইমধ্যে বাড়ি-বাড়ি হালনাগাদে ৪৪ লাখ ৬৬ হাজারের মতো বাদ পড়া ভোটার পাওয়া গেছে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা দেয়া হবে। সেই তালিকায় বাদ পড়া ভোটাররা অন্তর্ভুক্ত হবেন।

‎তিনি আরও বলেন, নাগরিক ঐক্য ও এনসিপি চাইলেও নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত করা হয়নি। এ সময় প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version