Site icon Jamuna Television

বর্তমান কমিশনকে দিয়ে অবাধ নির্বাচন হবেনা: নজরুল ইসলাম খান

প্রধান নির্বাচন কমিশনার জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে অক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সিইসি’র পদত্যাগ দাবি করেন তিনি।

অধ্যাদেশ জারি করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের দাবিও জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই প্রধান।
তিনি বলেন, বর্তমান কমিশনকে দিয়ে অবাধ নির্বাচন হবেনা। সরকার ও নির্বাচন কমিশন, গণতন্ত্রকে স্বাভাবিকভাবে চলতে দিচ্ছেনা বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

Exit mobile version