Site icon Jamuna Television

টাঙ্গাইলে একই স্থানে আ’লীগ ও ঐক্যফ্রন্টের জনসভা: ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি:

একই স্থানে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্ট সমাবেশ ডাকায় টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় এই মুখোমুখি জনসভা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুন্নাহার স্বপ্না জানান, বুধবার বিকেল তিনটায় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ বাসাইল বাস স্ট্যান্ডে সমাবেশের ডাক দেয়। এতে করে একই স্থানে দুই দলের সমাবেশ ডাকায় আইনশৃংখলার অবনতি হতে পারে এমন আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাসাইল বাস স্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে।

Exit mobile version