Site icon Jamuna Television

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

ছবি: সংগৃহীত।

রাজধানীর সূত্রাপুরে কাগজি টোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান রয়েছে।

দগ্ধরা হলেন— ভ্যানচালক মো. রিপন (৪০), তার স্ত্রী মোছা. চাঁদনী (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) ও দেড় বছরের কন্যা।

আহতদেরকে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিম ৪২, রোকন ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। সাথে শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশংকাজনক।

/এমএইচ

Exit mobile version