Site icon Jamuna Television

ছুটির দিনেও কাস্টম হাউজে আমদানি-রফতানি কার্যক্রম চলছে

ফাইল ছবি।

আজ শুক্রবার (১১ জুলাই) সপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম চলছে। কাস্টমস হাউজগুলো হলো, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, আইসিডি (কমলাপুর) ও পানগাঁও।

আগামীকাল শনিবারও (১২ জুলাই) এই কাস্টম হাউজগুলো চালু থাকবে।

সেবা গ্রহীতারা জানান, সার্ভারের জটিলতায় বিড়ম্বনায় পড়েছেন তারা। অন্য দিনের তুলনায় চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মকর্তাদের উপস্থিতিও কিছুটা কম।

আন্তঃবাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ ধীরগতি থাকায় গত কয়েকদিন ধরে বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার সব কাস্টম হাউজকে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে, এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুন মাসের দুই শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশ দেয়া হয়। তবে ফের আন্দোলন শুরু হলে এক শনিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে পড়ে।

/আরএইচ

Exit mobile version