জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতকে কারাগারে প্রেরণ

|

২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এদিন আদালতে দুদকের পক্ষ থেকে আবুল বারাকাতের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষ এ সময় জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের বিষয়ে পরে শুনানি নেয়া হবে বলেও জানান আদালত।

এর আগে, শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি দল আবুল বারাকাতকে আদালতে হাজির করেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধানমন্ডির বাসা থেকে আবুল বারাকাতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply