গণহত্যায় জড়িত আমলাদের বিচারসহ ৪ দফা দাবিতে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

|

দুঃশাসন ও গণহত্যায় জড়িত আমলাদের বিচারসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই মঞ্চ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে শাহবাগে এ সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের নেতাকর্মীরা একথা জানান।

তারা বলেন, ২৪ এর বিপ্লবকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদ্দিত ভাবে ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী। একটি সিন্ডিকেট বিপ্লবকে পুঞ্জীভূত করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চালাচ্ছে। এসকল দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

এসময় বক্তারা বলেন, যারা ক্ষমতার নির্দেশে গুলি চালিয়েছে, ভুয়া মামলা সাজিয়ে নির্যাতন চালিয়েছে, ভোট ডাকাতিতে সহায়তা করেছে তাদের নাম প্রকাশ্যে আনতে হবে। রাষ্ট্রীয় অপরাধে জড়িত আমলা, পুলিশ, গোয়েন্দাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। আর ২০ জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না দেয়া হয়, তাহলে নতুন বিপ্লবের ডাক দেবে জুলাই মঞ্চ।

তারা আরও বলেন, জনআকাঙ্খা পূরণ করতে না পারলে সারাদেশের জুলাই যুদ্ধাদের ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে অপসারণের আন্দোলন শুরু হবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply