Site icon Jamuna Television

চাঁদপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসানুর রহমান একই গ্রামের খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

নিহতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম জানান, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে তার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। গতকাল রাতে তার ভাই বাড়ি থেকে বের হয়েছে। আজ জুমার নামাজের পর খবর পান তার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, বিকেলে বাগান থেকে  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

/এএস

Exit mobile version