Site icon Jamuna Television

পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে: নুর

ফাইল ছবি

ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পেকুয়ায় গণ অধিকার পরিষদ আয়োজিত পেকুয়া চৌমুহনীতে পথসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, এ লক্ষ্যে অনেক দলের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। অনেক রাজনৈতিক দল এটার পক্ষে। তবে অনেকেই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিভ্রান্তি কিংবা প্রপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

গণ অধিকার পরিষদ আয়োজিত এই পথসভায় চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শাহেদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি হাবিব উল্লাহ মিজবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভা শেষে নুরুল হক নুর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন। পরে চকরিয়ায় একটি পথসভায় যোগ দেন।

/এসআইএন

Exit mobile version