গাইবান্ধায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ

|

গাইবান্ধায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এরইমধ্যে অভিযুক্ত মামুন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সাদুল্লাপুরের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ফুয়াদ মিয়া ও অভিযুক্ত মামুন মিয়া চাচাতো ভাই। মামুন মিয়ার সাথে তার আপন ভাই আল আমিন মিয়া বন্ধকি কচুক্ষেত নিয়ে ঝগড়া হয়। দুই ভাইয়ের ঝগড়া থামাতে যান ফুয়াদ মিয়া। এসময় মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে ফুয়াদকে ছুরিকাঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মামুন মিয়াকে আটক করে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply