Site icon Jamuna Television

নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি মহিলা পরিষদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক তৃতীয়াংশ নারী আসন রেখে সেসব আসনে সরাসরি নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানায় সংগঠনটি।

শনিবার (১২ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নিজ রাজনৈতিক দলের প্রতি শর্তহীন আনুগত্যের কারণে নারী প্রতিনিধিরা পুরুষতান্ত্রিক সহিংসতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারে না। তাই নারী আসনে সরাসরি নির্বাচনের বিকল্প নেই। শুধু নায্য মজুরি নয়, সংসদে অংশ নেয়াও নারীর অধিকার।

তারা আরও বলেন, নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা নৈরাজ্যের নামান্তর। এটি বন্ধ করতে হলে নির্বাচিত নারী প্রতিনিধির বিকল্প নেই। এ সময় রাজনৈতিক দলের পিতৃতান্ত্রিক চিন্তাভাবনার কারণে নারী কর্মীদের নিয়ে কেউ আইন পাশ করতে চায় না বলেও অভিযোগ করেন তারা।

/আরএইচ

Exit mobile version