Site icon Jamuna Television

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মিটফোর্ড হত্যাকাণ্ড এবং সারাদেশে বিদ্যমান রাজনৈতিক আশ্রয়ে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বলেন, নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব নিয়ে ব্যস্ত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান থেকে উঠে আসা সরকারের এমন আচরণ দেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।

এ ছাড়াও, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির ছায়াতলে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।

/এসআইএন

Exit mobile version