নজিরবিহীনভাবে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়েছে: গোলাম পরওয়ার

|

ফাইল ছবি

বাংলাদেশে নজিরবিহীনভাবে আইয়্যমে জাহিলিয়াতের যুগের মতো পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১২ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে পেশাজীবী সম্মেলনে এ কথা বলেন তিনি।

যাদের ইন্ধনে এই মজলুম মানুষের ওপর পাথর চাপা হয়েছে, তাদের এই পাথরের বোঝা বহন করতে হবে অনেকদিন। এসময় জাতীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। বলেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে ইতিহাস সৃষ্টি করে নতুন বাংলাদেশের বার্তা দিতে চায় জামায়াত।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply