বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না, কি হতে পারে। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে। তারপরও যারা বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করছে, তারা কীসের দায় চাপাবে—এমন প্রশ্ন রাখেন তিনি।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
তিনি আরও বলেন, অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার। বিএনপি অফিসে কারা বোমা মেরেছে—এটা সরকার বা গোয়েন্দা বাহিনী জানে না?
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে পারেননি, আর এখন ককটেল ফাটিয়ে ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি হলে পরিণতি ভালো হবে না।
/এসআইএন

