Site icon Jamuna Television

সন্ধ্যায় সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে, টানা দুই সিরিজ হার। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও সাত উইকেটের পরাজয়। তবুও জয়ের লক্ষ্যেই আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যে লঙ্কানরা ১-০-তে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসের দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে।

এদিকে দলের পারফরম্যান্সে বিরক্ত কোচ ফিল সিমন্স। নতুন করে শুরুর কথা বলেছেন। তাই, দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ফিল সিমন্স বলেন, এভাবে চলতে পারে না। আমাদের নতুন করে শুরু করতে হবে। অনুশীলনে সবাই আত্মবিশ্বাসী থাকে, নিজেদের সেরাটা দেয়। মাঠে তার প্রতিফলন দেখাতে হবে।

কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাংগিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। তবে ব্যাটারদের স্বর্গরাজ্য। সে সুযোগে আগেভাগে সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কা ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।  

/এমএইচ

Exit mobile version