যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির নৈপুন্যে চলছেই। টুর্নামেন্টে এলএমটেনের জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।
রোববার (১৩ জুলাই) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেয় মেসিরা।
এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন মেসি। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে ফ্রি কিক থেকে নিজের ক্যারিয়ারের ৬৯তম গোলটি করেন তিনি। আর মাত্র ৯টি গোল করলেই স্পর্শ করবেন ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোল করা মার্সেলিনো কারিওকাকে। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস থেকে দ্বিতীয় গোলটি করেন এলএমটেন। গত সপ্তাহেই মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গড়লেন নতুন রেকর্ড।
El mejor de todos los tiempos 🎯😮💨 #Messi pic.twitter.com/51pkfmbAVW
— Inter Miami CF (@InterMiamiCF) July 13, 2025
২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডার ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫–তে গিয়ে ঠেকল। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৭২ গোল করলেন মেসি।
ম্যাচে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি।
উল্লেখ্য, ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।
/এমএইচআর

