Site icon Jamuna Television

ঐকমত‍্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় দফার দ্বাদশ দিনের আলোচনা শুরু

জাতীয় ঐকমত‍্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার দ্বাদশ দিনের আলোচনা শুরু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়।

আজকের আলোচনা সূচিতে রয়েছে, প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা।

সভার শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ‍্যাপক আলী রীয়াজ বলেন, মৌলিক বিষয়গুলো ক্ষেত্রে আমরা কাছাকাছি অবস্থানে রয়েছি। আলোচনার সমাপ্তি টানা সম্ভব হলে দ্রুততার সাথে জাতীয় সনদে উপনীত হতে পারব। জুলাইয়ের ৩০ তারিখ পর্যন্ত এই আলোচনা চলবে। আর একদিন বাড়িয়ে সর্বোচ্চ ৩১ জুলাই পর্যন্ত হতে পারে।

আলী রীয়াজ আরও বলেন, চলতি সপ্তাহে আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতি হবে বলে আশা করছি। একটি সমাধানে যেতে পারব বলে সবাই প্রত‍্যাশা করছি।

/আরএইচ

Exit mobile version