প্রতীকসহ একাধিক বিষয়ে আলোচনা করতে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

|

প্রতীক এবং প্রবাসীদের ভোটের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় নির্বাচন কমিশনে আসে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটিতে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এর আগে, গত বুধবার শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফলে কোনও রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। তবে এনসিপির আবেদনে প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে।

অন্যদিকে নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫ টি করার প্রস্তাব করেছে ইসি। প্রতীক তালিকার তফসিল সংশোধনের জন্য ইসির সিদ্ধান্ত ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানেও যাচাই বাছাই করে সংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply