Site icon Jamuna Television

ব্যবসায়ী সোহাগ হত্যায় গ্রেফতার আরও ২

নিহত ব্যবসায়ী সোহাগ।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে তাদেরকে গ্রেফতারের কথা জানায় ডিবি।

গ্রেফতারকৃত ২ জনের নাম সজীব ও রাজীব। তারা এই মামলার এজহারনামীয় আসামি। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হলো।

এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরাে দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছে স্থানীয়রা।

/এএস

Exit mobile version