Site icon Jamuna Television

ইরানের প্রেসিডেন্টকেও হত্যার চেষ্টা চালিয়েছিলো ইসরায়েল

সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিলো ইসরায়েল। মাসুদ পেজেশকিয়ানকে হত্যার জন্য ইসরায়েল থেকে ৬টি ক্ষেপণাস্ত্র অথবা বোমাহামলা চালানো হয়। তবে, অল্পের জন্য বেঁচে যান তিনি।

আইআরজিসির এক আউটলেটের বরাতে শনিবার (১২ জুলাই) এমন তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এতে বলা হয়, গত ১৬ জুন তেহরানের পশ্চিমাঞ্চলীয় এক ভবনে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অধিবেশন চলছিল। যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগীয় প্রধান মোহসেনি এজেই এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়, এসময় ভবনটির প্রবেশপথ এবং এক্সিট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। পরমুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভবনটি। তবে, আগে থেকেই প্রস্তুতকৃত জরুরি হ্যাচের সাহায্যে পালাতে সক্ষম হন ইরানের প্রেসিডেন্টসহ অন্যান্যরা। পালাতে গিয়ে পায়ে সামান্য আঘাতপ্রাপ্তও হন মাসুদ পেজেশকিয়ান। লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকেও ঠিক একইভাবে হামলা করে হত্যা করা হয়েছিলো।

/এমএইচ

Exit mobile version