Site icon Jamuna Television

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে।

রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কি না— সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৩ সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ ‘প্রজন্ম চত্বর’ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল।

/এমএইচআর

Exit mobile version