Site icon Jamuna Television

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

ফাইল ছবি।

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) পিরোজপুর শহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। শহর-গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি।

ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন নেতাকর্মীরা। সেখানে এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে।

/এসআইএন

Exit mobile version