Site icon Jamuna Television

৮ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লো সিএনজিচালিত অটোরিকশা চালকরা

সেনাবাহিনীর হস্তক্ষেপে ৮ ঘণ্টা পর রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়ক ছেড়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকরা বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালী-বনানী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

তারা দাবি জানান, জেলার সব সিএনজি অটোরিকশাকে মেট্রোপলিটন এলাকায় চালানোর সুযোগ দিতে হবে।

বর্তমানে মেট্রোপলিটন এলাকায় ঢাকা মেট্রোর রেজিস্ট্রারকৃত ৩ হাজার সিএনজি চলাচল করে থাকে। এর বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকাতেও অসংখ্য অটোরিকশা রয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, সেসব সিএনজিকেও মেট্রো এলাকায় চলাচলের অনুমতি দিতে হবে। এ নিয়ে কোনো ধরনের মামলা দেওয়া যাবে না।

/এসআইএন

Exit mobile version