টানা তিনবার অর্থাৎ হ্যাটট্রিক উইম্বলডন জয়ের সুযোগ ছিল কার্লোস আলকারাজের সামনে। তবে শেষ ধাপে গিয়ে পিছলে গেলেন এই স্প্যানিয়ার্ড। আলকারাজকে হারিয়ে উইম্বলডনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। শীর্ষ দুইয়ের লড়াইয়ে প্রথম সেট হেরে গেলেও পরের তিনটি জিতে শিরোপা নিশ্চিত করলেন তিনি।
প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান পাঁচটি গ্র্যান্ড স্লাম জেতা আলকারাজ। তারপর একই ব্যবধানে পরের সেট জেতেন সিনার। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। ৪-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে শিরোপার দেখা পেলেন। ছয়বার ফাইনালে উঠে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল হারলেন আলকারাজ।
গত দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ। এই স্প্যানিশ তরুণের কাছে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরে যান সিনার। তিন ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে সেই হারের শোধ তুলে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ইতালিয়ান শীর্ষ বাছাই।
/এএম

