Site icon Jamuna Television

শেষ দিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট। জিততে হলে ভারতকে করতে হবে ১৩৫ রান। আর ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৫৮ রান করে চতুর্থ দিন শেষ করেছে ভারত।

এর আগে, বিনা উইকেটে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ষষ্ঠ ওভারেই মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফেরেন ১২ রান করা বেন ডাকেট। তার দ্বিতীয় শিকার ওলি পোপ। নিতিশের বলে ক্যাচ দিয়ে আউট হন ২২ রান করা জ্যাক ক্রলি। ২৩ রানে সাজঘরের পথ দেখেন হ্যারি ব্রুক। ৪০ রানে আউট হন জো রুট। ওয়াশিংটন সুন্দরের বলে ৩৩ রানে ফেরেন অধিনায়ক বেন স্টোকস। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শূন্য রানে ফেরেন ইয়াশাসভি জয়সওয়াল। এরপর দিনের শেষ বেলায় আরও ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। ক্রিজে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল ৩৩ রানে। শেষ দিনে জিততে হলে তাদের দরকার আরও ১৩৫ রান। হাতে উইকেট মাত্র ৬টি।

/এএম

Exit mobile version