ছয় মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু

|

ছয় মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। পাঠানো হচ্ছে ম্যাংগো জুস। সীমান্তের ওপারে পরীক্ষাগার না থাকায়, এক পর্যায়ে আটকে পড়ে সুপারি পাঠানোর কার্যক্রম। বাতিল করা হয় বিলঅফ এন্ট্রি। তবে, রাইস ব্রান তেল রফতানি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ীরা।

সবশেষ গত ১৬ জানুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে অপরিশোধিত রাইস ব্রান তেল রফতানি হয় ভারতে। এরপর ২৫ শতাংশ রেগুলেটরি ট্যাক্স আরোপের রাইস ব্রান তেল রফতানি বন্ধ হয়ে যায়।

সম্প্রতি ১১ হাজার ৬৫০ কেজি ম্যাংগো জুস ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে চারটি চালান পাঠানো হয়েছে। ৬ মাস পর রফতানি বানিজ্য শুরু হওয়ায় আশার আলো দেখছেন, বন্দর সংশ্লিষ্টরা।

দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে নিত্য পণ্য আমদানি হয়। বাংলাদেশ থেকে ঝুটকাপড়, প্লাষ্টিকের ক্যারেট, রাইসব্রান তেলসহ বিভিন্ন পণ্য রফতানি হতো। কিন্ত পণ্য আমদানিতে ভারতীয় ব্যবসায়ীদের অনীহার কারণে রফতানির পরিমান দিন দিন কমে আসে।

রফতানির উদ্দেশ্যে ২৯ টন সুপারি হিলি বন্দরে আনা হলেও সীমান্তের ওপারে পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা না থাকায় বিলঅফ এন্ট্রি দাখিল করেও তা বাতিল করা হয়েছে। অন্যদিকে ১লাখ ২৬ হাজার মার্কিন ডলার মূল্যের ১২০ টন অপরিশোধিত রাইস ব্রান তেল রফতানির অপেক্ষায় বন্দরে আটকা পড়ে আছে।

উল্লেখ্য, হিলি স্থলবন্দরের আমদানির পাশাপাশি রফতানি বানিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply