৩ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

|

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে, কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে একটি ধান বোঝাই ট্রাক আটকে যায়। এ সময় রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার জানান, রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে পড়েই বিকল হয়ে পড়ে ট্রাকটি। এতে, একতা এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটারসহ ৫টি ট্রেন আটকা পড়ে। ঘণ্টা তিনেক পর রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply