Site icon Jamuna Television

ঝটিকা সফরে ইরাকে ট্রাম্প

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরাক সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে অবস্থানরত সেনাদের সাথে সাক্ষাতের জন্য মঙ্গলবার মধ্যরাতে ঝটিকা সফরে যান ট্রাম্প।

মার্কিন সেনাদের সাথে সাক্ষাতের পর তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। এই মুহূর্তে প্রায় ৫ হাজার মার্কিন সেনা রয়েছে দেশটিতে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে তাদের শক্ত অবস্থানকে সাধুবাদ জানান ট্রাম্প। সফরে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সাক্ষাতের কথা থাকলেও বাতিল হয় তা। তবে প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

Exit mobile version