স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীতে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে আরেক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়িতে আটকে রেখে কিশোর সাজিদ হোসেনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, অভিযুক্ত দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। সাজিদকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিল। গতকাল তার বাড়িতে গেলেও দেখতে দেয়নি তারা।
খবর পেয়ে সোমবার সকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সাথে যার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।
/এটিএম

