Site icon Jamuna Television

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, হাইকোর্টে রুল

ফাইল ছবি।

আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ জুলাই আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ কেন কেন ঘোষণা নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই)  বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এছাড়াও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না কেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

/এসআইএন

Exit mobile version