Site icon Jamuna Television

চাঁদাবাজ যেখানে আছে সংগ্রাম হবে সেখানে: জামায়াতের নায়েবে আমীর

চাঁদাবাজ যেখানে আছে সংগ্রাম হবে সেখানে। সে যে দলেরই হোক। আগামি দিনে যেন কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করতে না পারে। এ ব্যাপারে জিরো টলারেন্স। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বলেন, যারা চাঁদাবাজি করতে গেল, তারা তথাকথিত শিক্ষিত দাবিদার। কিন্তু তাদের চরিত্র ঠিক নেই। শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দের দাবি জানান তিনি।

এসময়, বেসরকারি ও এমপিওভুক্ত এবং কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানায় আদর্শ শিক্ষক ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে তাদের মূল দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত ২৫ দফা দাবি মেনে নিতে আহ্বান জানান বক্তারা।

নায়েবে আমির বলেন, বাংলাদেশের যে শিক্ষানীতি এটা মানুষের জন্য নয়, এটা পশুর জন্য। এখন মানুষ নামের পশু তৈরি করা হচ্ছে। এসময় ফেডারেশনের দাবির সাথে সহমত পোষণ করেন তিনি। সরকারকে আহ্বান জানান তাদের দাবি মেনে নিতে। শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দের দাবিও জানান তিনি।

/এটিএম

Exit mobile version