মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এনসিপির

|

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা ও সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কতৃক দুই বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের কর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলের কাছেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপস্থিত নেতাকর্মীরা এই ককটেল হামলার নিন্দা জানান।

এর আগে নেতাকর্মীরা বলেন, ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তবে নব্য ফ্যাসিবাদদের সেই চেষ্টা সফল হবে না।

তারা আরও বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ড নব্য ফ্যাসিবাদকে নির্দেশ করছে। এজন্য সরকারকে সব অন্যায়ের বিরুদ্ধে কঠোর হতে হবে। তা না হলে দেশকে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হবে না।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply