Site icon Jamuna Television

নবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশালে নিন্দার ঝড়

বরিশাল ব্যুরো

ঢাকা-১ আসনের নবাবগঞ্জে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর এর সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

একই সাথে হামলার সাথে জড়িতের গ্রেপ্তার করে বিচারের আওতার আনার দাবিও জানানো হয়।

বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ বিবৃতিতে জানান, পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এক বিবৃতিতে বলেন, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকেন। সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের গলা টিপে ধরার অপচেষ্টা।

সাংবাদিকদের উপর হামলাকারীরা দেশের শত্রু উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জী, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান প্রমূখ।

Exit mobile version