Site icon Jamuna Television

দেশে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত

ফাইল ছবি

দেশে গত চব্বিশ ঘন্টায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯৮ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

/আরএইচ

Exit mobile version