পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি’র) সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামিন মাহফুজ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানায় এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ জানায়, গতকাল সোমবার নারায়ণগঞ্জ থেকে শামিন মাহফুজকে গ্রেফতার করে র্যাব। সেদিনই তাকে এটিইউতে হস্তান্তর করা হয়। পরে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হয়। এরপর শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এটিইউ আরও জানায়, দেশে এখন পর্যন্ত টিটিপি’র সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ২০২৩ সালের জুনে স্ত্রীসহ শামিনকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশের জঙ্গি দমনের বিশেষায়িত ইউনিট সিটিটিসি।
/আরএইচ

