Site icon Jamuna Television

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এরমধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছিলো। এতে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। গতমাসে আমি এবং লুৎফে সিদ্দিকীসহ একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করি। বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর দেশটির পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেয়া হয়। অবশেষে গত ১০ জুলাই বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে একটি পরিপত্র জারি করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

তিনি আরও লেখেন, যেসকল বাংলাদেশি কর্মীদের এটি জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) ইস্যু করা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় এমইভি স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হয়ে যাবে। যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস বৈধ আছে, তারা নতুন মাল্টিপল এন্ট্রি ভিসা ছাড়াই দেশটিতে আসা-যাওয়া করতে পারবেন। এমন নির্দেশনা দেশটির সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে।

/আরএইচ

Exit mobile version