Site icon Jamuna Television

অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রেখেছিল: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত। সব রাজনৈতিক দলের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে দেশটির সরকার।

/আরএইচ

Exit mobile version