Site icon Jamuna Television

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: পটুয়াখালী থেকে আরও এক আসামি গ্রেফতার

প্রতীকী ছবি।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া এলাকা থে‌কে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃত আসামির নাম-পরিচয় এখনও জানায়নি পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ পটুয়াখালীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সা‌জেদুল ইসলাম বলেন, ঢাকার ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। তবে এই মুহু‌র্তে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

ডি‌বি পু‌লি‌শের একটি সূত্র জানায়, ইটবা‌ড়িয়া থে‌কে গ্রেফতার হওয়া আসামি সোহাগের নিথর দে‌হের ওপর পাথর‌নি‌ক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

/আরএইচ

Exit mobile version