আইফোন প্রস্তুতকারী অ্যাপল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ উৎপাদন চাপের মুখে যুক্তরাষ্ট্রের এমপি ম্যাটেরিয়ালস কোম্পানির সাথে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) ঘোষিত এই অংশীদারিত্বের আওতায় কোম্পানিটির কাছ থেকে সরাসরি বিরল মৃত্তিকা ম্যাগনেট কিনবে অ্যাপল, যা আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের মতো ডিভাইসে ব্যবহৃত হয়।
এছাড়াও ক্যালিফোর্নিয়ায় একটি নতুন রিসাইক্লিং লাইন তৈরি করা হবে, যেখানে ব্যবহৃত পণ্য থেকে বিরল মৃত্তিকা পুনরুদ্ধার করে অ্যাপলের নতুন গ্যাজেটে ব্যবহার করা হবে।
মোটা দাগে বলতে গেলে, বিশ্বের ৯২% বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণ চীনের নিয়ন্ত্রণে। ট্রাম্প প্রশাসন প্রযুক্তি উৎপাদন স্থানান্তর ও চীনের সাথে বাণিজ্য সংঘাত এড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
গত মে মাসে, ট্রুথ সোশ্যাল-এ হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি না হলে অ্যাপলকে ২৫% শুল্ক দিতে হবে।’
এরইমধ্যে, অ্যাপল ‘আইফোন ১৬’-এ ৩০% রিসাইকেল্ড ম্যাটেরিয়াল ব্যবহার করছে। এই প্রকল্প তাদের পরিবেশবান্ধক পরিকল্পনাকে ত্বরান্বিত করবে।
এমপি ম্যাটেরিয়ালসের ফোর্ট ওয়ার্থ কারখানায় ২০২৭ থেকে অ্যাপল-নির্দিষ্ট ম্যাগনেট লাইন চালু হবে, যা ‘কয়েক শত কোটি ডিভাইস’ সরবরাহ করবে। এই পদক্ষেপের মাধ্যমে ডজনখানেক নতুন চাকরি তৈরি হবে এবং কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞরা বলছেন, আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তরে প্রধান বাধা হলো প্রয়োজনীয় দক্ষ শ্রমিকের অভাব। অ্যাপলের সিইও টিম কুক ২০১৭তে ইঙ্গিত দিয়েছিলেন যে চীনের ‘কারিগরি দক্ষতা, রোবোটিক্স ও কম্পিউটার বিজ্ঞানের সমন্বয়’ উৎপাদনে সাহায্য করে।
স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, এমআরআই মেশিন থেকে সামরিক জেট পর্যন্ত—বিরল মৃত্তিকা আধুনিক প্রযুক্তির অপরিহার্য উপাদান। যদিও পৃথিবীর ভূত্বকে এগুলি প্রচুর আছে, তবে উত্তোলন ও প্রক্রিয়াকরণ অত্যন্ত ব্যয়বহুল এবং চীন এ খাতে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে।
সূত্র: সিএনএন নিউজ।
/এআই

