Site icon Jamuna Television

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ করছে সরকার। পরিবর্তন আসবে টেলিকম পলিসিতেও।

বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি আরও জানান, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। যুগোপযোগী করা হচ্ছে টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও। পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

ফয়েজ আহমেদ বলেছেন, ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, অন্তবর্তী সরকার এসব কাজ শুরু করছে। পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

/এমএন

Exit mobile version