Site icon Jamuna Television

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে ১০ সেপ্টেম্বর: ফিফা

ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে যে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এজন্য ভক্তদের ফিফার ওয়েবসাইটে গিয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পর। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে ‘অভূতপূর্ব সাফল্য’ বলে আখ্যায়িত করেছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আমরা কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্ববাসীকে স্বাগত জানাতে অপেক্ষায় আছি, যা ইতিহাসের সবচেয়ে বড় ও মহান ক্রীড়া ইভেন্ট হবে। বিশ্বজুড়ে ভক্তদের টিকিট নিশ্চিত করতে প্রস্তুত হতে বলছি—এগুলো হবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে কাঙ্ক্ষিত সিট।’

ফিফা টিকিট বিতরণের বিস্তারিত বিবরণ দেয়নি, তবে ১০ সেপ্টেম্বর থেকে প্রাক-নিবন্ধিত ভক্তরা ‘টিকিট কেনার প্রথম সুযোগের জন্য আবেদন করতে পারবেন।’

সংস্থাটি জানায়, ‘২০২৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল ম্যাচ পর্যন্ত টিকিট বিক্রির বিভিন্ন পর্যায় থাকবে। প্রতিটি পর্যায়ে ক্রয় প্রক্রিয়া, পেমেন্ট পদ্ধতি ও টিকিটের ধরন আলাদা হতে পারে। আগামী মাসগুলোতে প্রতিটি ধাপের বিস্তারিত তথ্য জানানো হবে।’

মেক্সিকো ও কানাডায় ১৩টি করে ম্যাচ

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ২০২৫ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে। এবারের বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় মোট ১০৪টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে শেষ পর্যন্ত সব ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে।

ক্লাব বিশ্বকাপের মিশ্র অভিজ্ঞতা


গত মাসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের একটি টেস্ট রান হয়েছিল, যার ফলাফল মিশ্র ছিল। মেটলাইফ স্টেডিয়ামে চেলসির ৩-০ জয় নিয়ে ফাইনাল ম্যাচে ৮১,০০০ দর্শকের রেকর্ড ভিড় ছিল, তবে কিছু ম্যাচে দর্শক উপস্থিতি হতাশাজনকভাবে কম ছিল। তীব্র গরম আবহাওয়াও খেলোয়াড় ও দর্শকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল, বিশেষ করে দুপুরের ম্যাচগুলোতে। তবে অনেক ম্যাচে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

ট্রাম্পের আগ্রহ ও ভিসা নিয়ে উদ্বেগ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুর্নামেন্টে বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। গত মাসে হোয়াইট হাউসে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে আমন্ত্রণ জানান তিনি, যখন দলটি ওয়াশিংটনে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে আসে। নিউ জার্সির ফাইনাল ম্যাচেও উপস্থিত ছিলেন তিনি এবং ট্রফি প্রদান অনুষ্ঠানে চেলসি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে উঠেন।

তবে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যে, আন্তর্জাতিক ভক্তরা ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন কিনা। জুন মাসে, তিনি ইরানসহ ১৯টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। ইরানের জাতীয় দল ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে।

যুক্তরাষ্ট্রে ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা


ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলা হলেও যুক্তরাষ্ট্রে আমেরিকান ফুটবল, বেসবল ও বাস্কেটবলের পেছনে ছিল। তবে গত দশকে দেশটিতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে, বিশেষ করে ২০২৩ সালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগদান এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় বারের মতো ট্রফি জিতে নেয়, যা মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র : আল জাজিরা।

/এআই

Exit mobile version