Site icon Jamuna Television

ওমান সাগরে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বুধবার (১৬ জুলাই) জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ ২০ লাখ লিটার জ্বালানি বহনকারী একটি বিদেশি তেল ট্যাংকার জব্দ করেছে, যার বিরুদ্ধে পাচারের অভিযোগ আনা হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, ‘জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে’ ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে এবং পাচারকৃত জ্বালানি পরিবহনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জাহাজটির কোন দেশের ও গন্তব্য ঠিক কোথায় সেই সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

গাহরেমানি বলেন, তদন্তের অংশ হিসেবে ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকে আটক রাখা হয়েছে।

তিনি আরও যোগ করেন, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিচার বিভাগ ফলাফল ঘোষণা করার পরিকল্পনা করেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি।

/এআই

Exit mobile version