Site icon Jamuna Television

ইভিএমের ৬ আসনে পরীক্ষামূলক ভোট গ্রহণ আজ

আসন্ন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহৃত হতে যাওয়া আসনগুলোতে ইভিএম এর সাথে ভোটারদের পরিচিত করতে ‘পরীক্ষামূলক ভোট’ আয়োজন করতে যাচ্ছে ইসি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহীরা কেন্দ্রে গিয়ে কীভাবে ভোট দেবে তা জানতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্পের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার এস এম মাহামুদ আরাফাত।

একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ৬টি আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এগুলো হচ্ছে- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। এসব আসনের আট শতাধিক কেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার রয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ শাহীনুর মিয়া জানান, ৬টি আসনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার জন্য ইসির এই প্রচার কার্যক্রম।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার নির্বাচনে ছয়টি আসনের ৪০০-৫০০ ভোটারের জন্য প্রতি ভোটকক্ষে থাকবে একটি করে ইভিএম। কোনো ধরনের ত্রুটি দেখা গেলে বিকল্প হিসেবে রাখা হবে তিনটি করে ইভিএম।

ইসির পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন।

Exit mobile version